রূপশ্রী প্রকল্প
পশ্চিমবঙ্গ সরকার তথা ওয়েস্ট বেঙ্গল সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হল রূপশ্রী প্রকল্প । ২০১৮ সালের ৩১ জানুয়ারি অর্থমন্ত্রী এই প্রকল্পের ঘোষণা করেন । এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের তথা ওয়েস্টবেঙ্গলের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ে দেওয়ার সময় এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয় ।
এই প্রকল্পের লক্ষ্য হলো বাল্যবিবাহ বন্ধ করা এবং কন্যা শিশুকে শিক্ষিত করতে পরিবারকে উৎসাহিত করা । এই প্রকল্প চালু হয় ২০১৮ সালের ১লা এপ্রিল থেকে ।
রূপশ্রী প্রকল্পের (Rupashree Prakalpa) উদ্দেশ্য
এই প্রকল্পের উদ্দেশ্য হলো পশ্চিমবঙ্গের তথা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের সময় এককালীন ২৫ হাজার টাকা তার নিজস্ব ব্যাংক একাউন্টে প্রদান করা হয়।
পরিবার অর্থনৈতিক সমস্যার কারণে বিবাহের খরচা বহন করতে পারেন না এবং সমস্ত শিশুকে শিক্ষিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার তথা ওয়েস্ট বেঙ্গল সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেন।
এই প্রকল্পের মাধ্যমে সমস্ত মেয়েদের বিয়ের সময় এককালীন ২৫০০০ টাকা তার নিজস্ব ব্যাংক একাউন্টে প্রদান করেন ।
রূপশ্রী প্রকল্পের নিয়মাবলী 2024
- আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে অথবা ১৮ বছর হতে হবে I
- তার প্রস্তাবিতপাত্রের বয়স মিনিমাম ২১ বছর হতে হবে I
- আবেদনের সময় কন্যার অবিবাহিত হতে হবেএকজন মেয়ে বা কন্যা একবারই আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রথমবার বিয়ের সময় আবেদন করতে হবে I
- পরিবারের বাৎসরিক আয় দেড় লক্ষ্য টাকার কম হতে হবে I
- কন্যাকে পাঁচ বছরে বেশি পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে I
- আবেদন করে নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই এমন একটি যার IFSE কোট MICR কোট থাকতে হবে। এবং এন NEET পেমেন্ট যেন হয় ।
রূপশ্রী প্রকল্প ডকুমেন্ট কি কি লাগে
উপশ্রী প্রকল্পে আবেদন করার আগে আপনাকে প্রয়োজনীয় নীতিগুলো রেডি করতে হবে। সেই নথি গুলি হল নিম্নরূপ-
- পাত্রীর বয়সের প্রমানপত্র (আঁধার কার্ড/ভোটার কার্ড/জন্ম সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট অথবা প্যান কার্ড) ইত্যাদির জেরক্স কপি।
- আবেদনকারীর স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট ,
- বার্ষিক ইনকাম সার্টিফিকেট,
- পাত্রীর বৈবাহিক অবস্থা (Marital Status) ঘোষণাপত্র,
- পাসপোর্ট সাইজের রঙিন ফটো ২ কপি (পাত্র ও পাত্রীর),
- বিবাহের প্রমাণপত্র হিসেবে বিয়ের কার্ড ও Marriage Register Certificate।
রূপশ্রী প্রকল্প কিভাবে আবেদন করবেন
এই রূপশ্রী প্রকল্পে আবেদন করতে চাইলে আপনাকে আপনার নিকটস্থ এলাকার গ্রাম পঞ্চায়েত ,পৌরসভা অফিস ,ব্লক ডেভেলপমেন্ট অফিস ইত্যাদি থেকে রূপশ্রী প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে হবে।
তাছাড়াও , আপনি চাইলে রূপশ্রী প্রকল্পের অফিসিয়াল লিঙ্ক থেকেও ফর্মটি ডাউনলোড করতে পারেন।
ফর্মটি ডাউনলোড করুন– OFFICIAL APPILICATON FORM
ফর্মটা হাতে পাওয়ার পর অবশ্যই ভালো করে ফিলাপ করতে হবে ফিলাপ করার পর প্রয়োজনীয় নথি সহ ব্লক ডেভেলপমেন্ট অফিসে জমা দিতে হবে।
তাছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পে যে সকল ক্যাম্প গুলি আয়োজন হয় সেখানে গিয়েও আপনি আবেদন ফরম সংগ্রহ করতে পারেন এবং সেই ফর্ম সেখানে জমাও করতে পারেন।
রূপশ্রী প্রকল্প হেল্পলাইন নম্বর
এই প্রকল্পের কোনো রকম অভিযোগ জানাতে বা বিশদ তথ্য জানতে অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে কল করতে হবে।নাম্বারটি হল- 033-23373846