মৎস্য বিভাগ প্রকল্প(Department of Fisheries Scheme)
মৎস্য বিভাগ প্রকল্পে মৎস্যজীবীদের কথা মাথায় রেখে এই প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের সুবিধার্থে তিনটি প্রকল্প নিয়ে আসা হয় ।তবে এই প্রকল্পে fisherman registration status check করতে বিষাদে এই লেখাটি পড়ুন ।যেটি মৎস্য বিভাগ প্রকল্পের আওতায় পরে ,যথা
(1)মৎস্যজীবী ক্রেডিট কার্ড,
(2) মৎস্যজীবী বন্ধু প্রকল্প,
(3) জেলেদের বৃদ্ধ বয়স পেনশন|
1. মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্প
মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পটি ২০২২ সালে মমতা সরকারের দায়িত্ব দিনে এই প্রকল্পটি জেলেদের সুবিধার্থে চালু করা হয়|
মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পের উদ্দেশ্য:-
মৎস্যজীবীদের তাদের মূলধনের প্রয়োজনের জন্য প্রাতিষ্ঠানিকভাবে স্বল্প মেয়াদি ঋণ প্রদান করাই হচ্ছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য। এই ঋণ নিয়ে মৎস্যজীবীরা যেন সঠিকভাবে তাদের চাহিদা অনুসারে জীবিকা নির্বাহ করতে পারে|
মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পের যোগ্যতা:-
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে|
নিম্নলিখিত বিভাগ গুলি অভ্যন্তরীণ মৎস্য ও জলো চাষের জন্য যোগ্য:-
মৎস্যজীবী
মাছ চাষী
অসহায়ক গোষ্ঠী
ব্যক্তি এবং দল /অংশীদার / লিস দাড়ি কিছু কৃষক
ভাগ ফসল
যুগ্ম দায়বদ্ধতা গ্রুপ এবং মহিলা গ্রুপ
. আবেদনকারী যারা সামুদ্রিক জেলে তাদের নির্মলোকিত বিভাগে নিবন্ধিত মালিক হওয়া উচিত
. মাছ ধরার জাহাজ
. নৌকা
মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা:-
ঋণের জন্য জেলেদের ক্রেডিট কার্ড দেওয়া হবে
এই প্রকল্পের আওতায় জেলেরা 2,00,000 / টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন |
মৎস্যজীবী নির্ধারিত তারিখে বা তার আগে ঋণ পরিশোধ করলে 3% ছাড় দেওয়া হবে
160000/ টাকা পর্যন্ত ঋণের জন্য কোন গ্যারান্টি প্রয়োজন নেই |
2. মৎস্যজীবী বন্ধু প্রকল্প
মৎস্যজীবী বন্ধু প্রকল্প 2023 সালে মমতা সরকারের নেতৃত্বে এই প্রকল্পটি চালু করা হয়, জেলেদের পরিবারের কথা মাথায় রেখে মানবিকতার পরিচয় বজায় রাখার জন্য।
মৎস্যজীবী বন্ধু প্রকল্পের উদ্দেশ্য:-
এই প্রকল্পটি চালু করার একমাত্র কারণ হচ্ছে মৃত জেলেদের পরিবারকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের পরিবার যেন অনাচল অবস্থায় না আসে সে দিকটা বজায় রাখার জন্য এই চিন্তাভাবনা নিয়ে এই প্রকল্পটি চালু করা হয়।
মৎস্যজীবী বন্ধু প্রকল্পের যোগ্যতা:-
মৃত জেলেদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে
মৃত জেলেদের দ্বারা মনোনীত ব্যাক্তি এই প্রকল্পের জন্য আবেদন করার যোগ্য হবেন
নিম্নলিখিত বিভাগের জেলেরা এই প্রকল্পের জন্য যোগ্য
নৌকা তৈরি
মৎস্য শিল্প
জেলে
মাছ ধরার জাল সেলাই করা
নৌকা উৎপাদন
মৎস্যজীবী বন্ধু প্রকল্পের সুবিধা :-
এই প্রকল্পের সুবিধা হচ্ছে যে সমস্ত জেলেরা কর্ম অবস্থায় মারা যাবে। তাদের পরিবারকে 200000 /
টাকার আর্থিক সহায়তা করা হবে এককালীন।
3. জেলেদের বৃদ্ধ বয়স পেনশন প্রকল্প
জেলেদের বৃদ্ধ বয়স পেনশন প্রকল্পের উদ্দেশ্য:-
বয়স্ক জেলেদের সামাজিক নিরাপত্তা প্রদান করা এবং তাদের আয়ের উৎস নিশ্চিত করা এই প্রকল্পের একমাত্র উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কে বাস্তবায়িত করার জন্য এক মানবিকতার পরিচয় উন্নীত করার লক্ষ্যে এই ডিপার্টমেন্ট একত্রিত হয়ে কাজ চালিয়ে যাচ্ছে |
জেলেদের বৃদ্ধ বয়স পেনশন প্রকল্পের যোগ্যতা :-
আবেদনকারীকে মৎস্যজীবী হতে হবে
জেলেকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বা জেলেকে অবশ্যই পশ্চিমবঙ্গের কমপক্ষে 10 বছরের বাসিন্দা হতে হবে
জেলেদের বয়স 60 বছর বা তার বেশি হতে হবে
জেলে কে অন্য কোন পেনশন প্রকল্পের সুবিধাভোগী হওয়া উচিত নয় |
জেলেদের বৃদ্ধ বয়স পেনশন প্রকল্পের সুবিধা :-
মাসিক পেনশন 1000 / টাকা দেওয়া হবে | এই সুবিধাটা জেলে যতদিন বেঁচে থাকবে ততদিনেই প্রতিমাসে পেয়ে থাকবেন |