ঐক্যশ্রী প্রকল্প | Aikyashree scholarship status Check 2024

সংখ্যালঘু সম্প্রদায়ের­( বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, মুসলিম, এবং শিখ )­­যারা শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আর্থিকভাবে সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স কর্পোরেশনের অধীনে ২০১৯ থেকে ২০২০ অর্থবর্ষে ঐক্যশ্রী প্রকল্প চালু হয় ।

এমন অনেক পরিবার আছে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ার কারণে তাদের বাচ্চার শিক্ষার উন্নতি করতে বাধা হয়ে দাঁড়ায়। এমতঅবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐক্যশ্রী প্রকল্প সকল স্তরের সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের শিক্ষার প্রসার ঘটাতে এই প্রকল্প চালু করেন।এই প্রকল্পের উদ্দেশ্য হলো বৃত্তি প্রদান করা।

ঐক্যশ্রী প্রকল্প আবেদন কিভাবে করবেন

ঐক্যশ্রী প্রকল্প অনলাইন এবং অফলাইন দুই ভাবেই আবেদন করা যায় ,অনলাইন করলে আপনি আপনার প্রোপার ডকুমেন্ট দিয়ে আপনি অনলাইনে আবেদন করতে পারেন। অফলাইনে আবেদন করার জন্য আপনাকে প্রথমে ঐক্যশ্রী প্রকল্পের ফর্ম আপনার গ্রাম পঞ্চায়েত বা ব্লক ডেভেলপমেন্ট অফিস (BDO)থেকে ফর্ম সংগ্রহ করতে হবে তারপর ফর্ম সাবধানে ফিলাপ করে আপনার যে প্রতিষ্ঠান জমা করতে হবে। এছাড়াও আরেকটি সুবিধা আপনি দুয়ারে সরকারেও জমা করতে পারেন অফলাইনের মাধ্যমে।

ঐক্যশ্রী প্রকল্প তিন ধরনের হয়:

1.প্রিম্যাট্রিক স্কলারশিপ

  • এই স্কলারশিপ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণীর পর্যন্ত
  • প্রি মেট্রিক স্কলারশিপ এ প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত আবেদন করতে পারবে ।
  • আবেদনকারীর পারিবারিক আয় ২ লাখ টাকার নিচে হতে হবে
  • বাৎসরিক ১১০০ থেকে ১১ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হয়
  • প্রিম্যাট্রিক স্কলারশিপ আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে:-
  • আবেদনকারীর আধার কার্ড বাধ্যতামূলক
  • আবেদনকারীর বিদ্যালয় থেকে বাংলা শিক্ষা পোর্টালের স্টুডেন্ট আইডি সংগ্রহ করতে হবে
  • একটি মোবাইল নাম্বার লাগবে যেটা কিনা অন্য কোন ঐক্যশ্রী আবেদনে দেওয়া হয়নি।
  • আবেদনকারীর একটি চালু ব্যাংক একাউন্ট থাকতে হবে। প্রিম্যাট্রিক স্কলারশিপ এর ক্ষেত্রে আবেদনকারীর বাবা অথবা মায়ের ব্যাঙ্ক পাসবুক হলেও চলবে।

2.পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ

পোস্ট ম্যাট্রিক আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে:-

  • পোস্ট ম্যাট্রিক স্কলারশিপএকাদশ শ্রেণি থেকে পিএইচডি ডিগ্রি পর্যন্ত
  • এই স্কলারশিপে আবেদনকারীর পারিবারিক আয় ২ লাখ টাকার নিচে হতে হবে
  • বাৎসরিক ১৬ হাজার টাকা পর্যন্ত এই স্কলারশিপে প্রদান করা হয়
  • বর্তমান যে ক্লাসে পরে তার ভর্তির রিসিভ

3.মেরিটকাম মেন্স স্কলারশিপ

  • মেরিটকাম স্কলারশিপ পেশাদারী ও কারিগরি কোর্সে পড়াশোনার জন্য
  • এই স্কলারশিপে আবেদনকারীর পারিবারিক ২.৫ লক্ষ্য টাকার নীচে হতে হবে
  • এই স্কলারশিপে বার্ষিক ৩৩০০০ টাকা পর্যন্ত প্রদান করা হয়

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ আবেদন করতে যে যেগুলি ডকুমেন্ট লাগবে মেরিট কাম মেন্স স্কলারশিপ আবেদন করতে সেগুলি ডকুমেন্ট লাগবে। তার সাথে মেরিট কাম মেন্স স্কলারশিপ আবেদন করতে আবেদনকারীর অবশ্যই বোর্ড বা ইউনিভার্সিটি মার্কশিট হতে হবে। এবং বোর্ড বা ইউনিভার্সিটি মার্কশিটে প্রাপ্য নাম্বার ৬০% এর উপরে হতে হবে তাহলেই মেরিট কাম মেন্স স্কলারশিপ আবেদন করতে পারবে।

ঐক্যশ্রী প্রকল্প কবে চালু হয়

1 thought on “ঐক্যশ্রী প্রকল্প | Aikyashree scholarship status Check 2024”

Leave a Comment